খেলাধুলা

মুজিব বর্ষে ঢাকায় ইউরোপের দুটি দেশের প্রীতি ফুটবল ম্যাচ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে খেলাধুলা নিয়ে থাকবে নানা আয়োজন। এর মধ্যে প্রধান আকর্ষণীয় ইভেন্ট হবে ফুটবল ও ক্রিকেটে। বুধবার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্রীড়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন উপকমিটির প্রথম সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল সভায় সভাপতিত্ব করেন।

Advertisement

সভায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীরসহ বিভিন্ন ফেডারেশনের সভাপতি উপস্থিত ছিলেন।

সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল জাগো নিউজকে বলেন, ‘মুজিব বর্ষে আমাদের নানা আয়োজন থাকবে। এর মধ্যে দর্শকপ্রিয়তার দিক দিয়ে ফুটবল ও ক্রিকেটের আয়োজনই হবে বড়। আমাদের চেষ্টা থাকবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে ক্রীড়াঙ্গনের আয়োজন যেন আলোড়ন সৃষ্টি করে।’

সভায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন ২০২০ সালে মুজিব বর্ষে ইউরোপের দুটি দেশ এনে প্রীতি ম্যাচ আয়োজনের পাশাপাশি বঙ্গবন্ধু গোল্ডকাপকে আরও বড় আকারে করার পরিকল্পনার কথা বলেছেন। ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন মুজিব বর্ষে বাংলাদেশ বনাম এশিয়া এবং বাংলাদেশ বনাম বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথা বলেছেন।

Advertisement

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে বঙ্গবন্ধু সাউথ এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ এবং দেশব্যাপী আন্তঃস্কুল ও আন্তঃকলেজ চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে সভায়। এক মাস পর কমিটির পরবর্তী সভা হবে। ওই সভায় প্রত্যেকটি ফেডারেশনকে তাদের পরিকল্পনা জমার দেয়ার বিষয়টি সিদ্ধান্ত হয়েছে সভায়।

উল্লেখ্য, ২০২০ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে উদযাপনের ঘোষণা আগেই দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে সরকার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি ও উদযাপন বাস্তবায়ন কমিটির পাশাপাশি বেশ কয়েকটি উপকমিটিও গঠন করেছে সরকার।

আরআই/বিএ

Advertisement