সোমালিয়ায় শান্তিরক্ষায় নিয়োজিত আফ্রিকা ইউনিয়নের (এইউ) একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী আল শাবাব। এতে অন্তত ৫০ জন আফ্রিকান সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে সোমালিয়ার রাজধানী মোগাদিসুর নিম্নাঞ্চলীয় শাবেলে রাজ্যের ‘জানালে’ এলাকায় অবস্থিত ওই ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্স।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে গাড়িবোমা হামলা চালায় জঙ্গিরা। এরপর বৃষ্টির মতো গুলিবর্ষণ শুরু করে।হামলার দায় স্বীকার করে আল শাবাবের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছে, রাজধানী মোগাদিসু থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত জানালি ঘাঁটিতে চালানো ওই হামলায় ৫০ জন আফ্রিকান সেনা নিহত হন। যদিও রয়টার্স জানিয়েছে, এর আগে শান্তিরক্ষী কিংবা সোমালিয়ার সরকারি সেনা হত্যার তথ্য অতিরঞ্জিত করেছিল আল শাবাব। আল-শাবাবের সামরিক অভিযান শাখার মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব রয়টার্সকে বলেন, এখন এএমআইএসওএম-এর জানালি ঘাঁটি পুরো নিয়ন্ত্রণে রয়েছে তাদের। তবে আল শাবাবের ওই দাবি নাকচ করে দিয়ে এএমআইএসওএম জানিয়েছে, জঙ্গিরা শান্তিরক্ষীদের ওপর আঘাত হানলেও ঘাঁটির নিয়ন্ত্রণ তারা ধরে রেখেছেন।তবে হামলার ব্যাপারে আফ্রিকান ইউনিয়ন বা সোমালিয়া সরকারের পক্ষ থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।এআরএস/এমএস
Advertisement