মঙ্গলবার রাতে বার্সেলোনার কাছে ৩-০ গোলে হেরে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আট থেকেই বিদায় নিয়েছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দল ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচে ০-১ গোলে হারায় দুই লেগ মিলে ০-৪ ব্যবধানে পিছিয়ে থেকেই ইউরোপ সেরা প্রতিযোগিতাটি থেকে ছিটকে গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
Advertisement
দ্বিতীয় লেগের ম্যাচ শেষে হতাশা যেমন ঝরে পড়েছে ম্যান ইউ কোচ ওলে গানার সুলশারের কণ্ঠে, তেমনি প্রতিপক্ষের জন্য প্রশংসাসূচক মন্তব্যও করেছেন তিনি। সঙ্গে এও জানিয়েছেন বর্তমান বার্সেলোনার মতো হতে ম্যান ইউ দলকে অন্তত আরও কয়েক বছর সময় দিতে হবে।
ম্যান ইউ কোচের মতে, ‘বার্সেলোনা দলটা এখন যে অবস্থায় আছে, আমরা আসলে তেমন কিছুরই আশা করি। আমরা জানি যে আমাদের দলটা এখনো সে পর্যায়ে নেই। আমরা অবশ্যই সে জায়গায় যেতে পারবো, তবে অনেক অনেক কাজ করতে হবে। ম্যানচেষ্টার ইউনাইটেডের সত্যিকারের ঐত্যিহ বা অবস্থান থেকে বেশ দূরে রয়েছে আমরা।’
সুলশার স্বীকার করে নেন দুই লেগেই ম্যান ইউর চেয়ে এগিয়ে ছিলো বার্সেলোনা। তিনি বলেন, ‘আমাদের বিপক্ষে দুই ম্যাচেই কয়েক ধাপ ওপরে ছিলো বার্সেলোনা। আমরা জানি অনেক কাজ করতে হবে। আমি শুরু থেকেই বলে আসছি রাতারাতি এসব বদলে যাবে না। আমার মতে পরবর্তী কয়েক বছর খুবই গুরুত্বপূর্ণ ক্লাবের জন্য।’
Advertisement
ম্যান ইউ কোচ আরও বলেন, ‘বার্সেলোনা এখন যে পর্যায়ে আছে আমাদের তার সমকক্ষ হতে কয়েক বছর লেগে যাবে সত্যি। তবে আমরা সে পথেই এগুচ্ছি। খেলোয়াড়দের সঙ্গে আমার প্রতিনিয়ত কথা হয়। আমাদের একে অপরের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমেই সেরাটা বের করে আনতে হবে।’
এসএএস/জেআইএম