প্রবাস

লস অ্যাঞ্জেলসে সিটি কাউন্সিল মেম্বার হলেন তিন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সিটি কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছেন তিন বাংলাদেশি। নির্বাচিতরা হলেন- শহরের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শহীদ, লস অ্যাঞ্জেলস প্রেস ক্লাব সভাপতি কাজী মশহুরুল হুদা ও সাধারণ সম্পাদক লস্কর আল মামুন।

Advertisement

লস্কর আল মামুন এটিএন বাংলা ও জাগো নিউজের লস অ্যাঞ্জেলস প্রতিনিধি।

গত রোববার অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার হলিউড খ্যাত লস অ্যাঞ্জেলসে সিটি নেইবারহুড কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ হয়। নির্বাচনে বিদেশিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন চার বাংলাদেশি বংশোদ্ভুত। মার্কিন নাগরিকত্ব লাভকারী এই চারজনের মধ্যে তিনজন নির্বাচিত হন। নির্বাচিতরা নিজ নিজ বসবাসের এলাকা থেকে প্রার্থী ছিলেন।

উল্লেখ্য, লস অ্যাঞ্জেলসে সিটি নেইবারহুড কাউন্সিল মেম্বাররা তাদের স্ব- স্ব এলাকার নাগরিক কল্যাণসহ সুন্দর শহর বিনির্মাণে সিটি মেয়র তথা স্থানীয় প্রশাসনকে সহায়তা করে থাকেন। এ জন্য তাদের প্রতি বছর বাজেটে অর্থ বরাদ্দ দেয়া হয়।

Advertisement

যুক্তরাষ্ট্র প্রশাসনের স্থানীয় সরকার পর্যায়ের এ নির্বাচনে বাংলাদেশিদের নির্বাচিত হওয়ার খবরে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে বইছে আনন্দের বন্যা।

জেডএ/জেআইএম