দেশজুড়ে

মেয়েদের শরীরে বডি স্প্রে নিক্ষেপ, ৫ কিশোরের সাজা

টাঙ্গাইলের ভূঞাপুরে স্কুলগামী মেয়েদের উত্ত্যক্তের দায়ে পাঁচ কিশোরকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। মঙ্গলবার দুপুরে তাদের বিভিন্ন অংকের জরিমানা অনাদায়ে কারাদণ্ড দেয়া হয়।

Advertisement

সাজাপ্রাপ্তরা হচ্ছে- গোপালপুর উপজেলার নারুচী গ্রামের রকিবুল হোসেনের ছেলে শাকিল হোসেন (১৫), টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের জাফরের ছেলে মো. সুমন (১৬), সিরাজগঞ্জ সদর উপজেলার একডালা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মানিক (১৫), ভূঞাপুর উপজেলার আগতেরিল্যা গ্রামের শাহানশার ছেলে আল আমিন (১৬) ও একই উপজেলার অর্জুনা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. মানিক হোসেন (১৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আগতেরিল্যা গ্রামে মেয়েদের স্কুলে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বডি স্প্রে নিক্ষেপ করে ওই কিশোররা। সেই সঙ্গে তারা মেয়েদের অশালীন কথাবার্তা বলতে থাকে। বিষয়টি স্থানীয়রা জরুরি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। পরে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পাঁচ কিশোরকে আটক করে। পরে দুপুরের দিকে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হাজির করা হলে তিনি সাজা দেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, সড়কে ওই পাচঁ কিশোর স্কুলগামী মেয়েদের শরীরে বডি স্প্রে দিয়ে উত্ত্যক্তের ঘটনায় জড়িত। তাদের প্রত্যেককে বিভিন্ন অংকের অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দেয়া হয়েছে।

Advertisement

আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম