ভারতের চলমান ১৭তম লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) দেশ ছাড়া করার আহ্বান জানিয়েছেন সাবেক ক্রিকেট তারকা নভোজিত সিং সিধু।
Advertisement
মঙ্গলবার বিহারের বলরামপুরে নির্বাচনী প্রচারে গিয়ে দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের এই নেতা মুসলিমদের একজোট হয়ে বিজেপিকে হারানোর মূলমন্ত্র শিখিয়ে দেন।
তিনি বলেন, মুসলিমরা একজোট হলেই বিজেপি ভারত ছেড়ে পালাবে। মুসলিমরা ভোট দিলে কংগ্রেসকে বিশ্বের কোনো শক্তি হারাতে পারবে না।
আরও পড়ুন : গ্রেফতার হতে পারেন নায়ক ফেরদৌস!
Advertisement
সিধু বলেন, সকল মুসলিম একজোট হোন। বিজেপিকে একটি ভোটও দেবেন না। ভোট দিন কংগ্রেসকে। তাহলেই বিজেপির বিদায় ঘণ্টা বেজে যাবে। মুসলিমরা একজোট হলে কংগ্রেসকে হারাতে পারবে না বিজেপি।
সাবেক এই ভারতীয় ক্রিকেট তারকা বলেন, এখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। শতকরা ৬২ শতাংশ মুসলিম ভোটার। তাহলে ভাবনা কেন। আপনারা সবাই এক হলেই বিজেপির হার কে ঠেকায়? বিশ্বের কোনো শক্তি বিজেপিকে জেতাতে পারবে না। তাই আপনারা এক হোন, বিজেপিকে বিদায় দিন।
এর আগে উত্তরপ্রদেশের দেওবন্দে এমন মন্তব্য করেছিলেন বসেন বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) নেত্রী মায়াবতী। বিএসপির এই নেত্রী বিজেপির বিরুদ্ধে মুসলিমদের একত্রিত হতে বলেছিলেন।
সূত্র : ওয়ান ইন্ডিয়া।
Advertisement
এসআইএস/জেআইএম