চলতি আসরে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হলো কিংস এলেভেন পাঞ্জাব এবং রাজস্থান রয়্যালস। দুই দলের প্রথম সাক্ষাতে পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনের ম্যানকাডিং কাণ্ডের পর সমালোচনা হয়েছিল তুমুল।
Advertisement
সেসব ভুলে দ্বিতীয় সাক্ষাতে মুখোমুখি দুই দল। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান। টসে হেরে আগে ব্যাট করতে নামবে ক্রিস গেইলের কিংস এলেভেন পাঞ্জাব।
রাজস্থান একাদশ থেকে জায়গা হারিয়েছে তারকা ক্রিকেটার স্টিভেন স্মিথ। তার বদলে আইপিএল অভিষেক হচ্ছে অস্ট্রেলিয়ারই আরেক তারকা অ্যাশটন টার্নারের। অভিষিক্তি খেলোয়াড় রয়েছে পাঞ্জাবেও। সরফরাজ খানের বদলে সুযোগ পেয়েছেন আর্শদ্বীপ সিং।
রাজস্থান একাদশ: অজিঙ্কা রাহানে, জশ বাটলার, সাঞ্জু স্যামসন, রাহুল ত্রিপাথি, অ্যাশটন টার্নার, স্টুয়ার্ট বিনি, জোফ্রা আর্চার, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকাত, ধাওয়াল কুলকার্নি এবং ইশ সোধি।
Advertisement
পাঞ্জাব একাদশ: লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, ডেভিড মিলার, নিকলাস পুরান, মানদ্বীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামী, মুরুগান অশ্বিন, মুজিব উর রহমান এবং আর্শদ্বীপ সিং।
এসএএস/জেআইএম