খেলাধুলা

বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার খবরে অবাক হয়েছেন মোসাদ্দেক

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ১৫ স্বপ্নসারথির একজন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রাথমিকভাবে যে ১৩ জনের নাম শোনা গিয়েছিলো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মুখে, মোসাদ্দেক ছিলেন না সে তালিকায়।

Advertisement

তবে আজ (মঙ্গলবার) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স হলে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিশ্চিত করেন দলে মোসাদ্দেকের অবস্থান। তার সঙ্গে চমক হিসেবে নেয়া হয় ডানহাতি পেসার আবু জায়েদ রাহীকেও।

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার খবরে রীতিমতো অবাকই হয়েছেন মোসাদ্দেক। নিজের তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিকেই মনে করছেন সবচেয়ে বড় একটা অর্জন।

দলের সুযোগ পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মোসাদ্দেক বলেন, ‘ঘুম থেকে ওঠার পর যখন শুনলাম তখন স্বাভাবিকভাবেই অবাক হয়েছি। আমারও একটা ধারণা ছিল হয়তো থাকতেও পারি নাও থাকতে পারি। শোনার পর অবশ্যই অনেক ভালো লাগছে। এটা আমার জন্য অনেক বড় একটা অর্জন।’

Advertisement

বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার মাধ্যমে স্বপ্নপূরণ হয়েছে জানিয়ে মোসাদ্দেক বলেন, ‘যখন থেকে খেলা শুরু করি তখন থেকেই স্বপ্ন দেখি বিশ্বকাপে খেলব। সব বড় টুর্নামেন্টের দিকেই সবসময় ফোকাস থাকে। আমিও সেইভাবে চিন্তা করেছি যে বিশ্বকাপে খেলব, বাংলাদেশের জন্য ভালো কিছু করব। আমি ১৫ জনের দলে আছি, আমি চেষ্টা করব সুযোগ পেলে ভালো কিছু করার।’

স্কোয়াডে সুযোগ পেলেও ওয়ানডে ক্রিকেটের পরিসংখ্যানটা খুব একটা উজ্জ্বল নয় মোসাদ্দেকের। যতটা সম্ভাবনা নিয়ে এসেছিলেন দলে, ঘটাতে পারেননি তার প্রতিফলন। ২০১৬ সালে ওয়ানডে অভিষেকের পর থেকে এখনো পর্যন্ত ২৪ ম্যাচ খেলে ব্যাট হাতে ১ ফিফটিতে ৩৪১ রান এবং বল হাতে ৫.০২ ইকোনমি রেটে ১১ উইকেট শিকার করেছেন মোসাদ্দেক।

তবে তিনি মনে করেন সুযোগের পূর্ণ ব্যবহারটাই তিনি করেছেন প্রতিবার। মোসাদ্দেকের ভাষ্যে, ‘যদি আন্তর্জাতিকে ফর্ম খারাপ বলেন, তাহলে আমার ক্যারিয়ারের দুই-তিনটা ম্যাচে আমি খারাপ করেছি। আমি যেই জায়গায় সুযোগ গুলো পেয়েছি, টুকটাক কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি। ফর্ম আসলে পারমানেন্টলি থাকবে না। আসবে যাবে এমন অবস্থা সবার জন্যই হবে। আমি চেষ্টা করেছি যেই প্লাটফর্মে পারফর্ম করার সেখানে করার চেষ্টা করেছি। যদি সামনে ভালো কিছু হয় তাহলে আমার স্বপ্নপূরণ হবে।’

এসময় মোসাদ্দেক জানান বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি, ‘বিশ্বকাপে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই এক্সাইটমেন্ট কাজ করে যে ইন্ডিয়ার সাথে খেলব। আমার কাছে ইন্ডিয়ার সাথেই বেশি এক্সাইটমেন্ট মনে হয়। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার অভিজ্ঞতা আমার জন্য অনুপ্রেরণার মত। যেহেতু আমার সেখানে খেলার অভিজ্ঞতা আছে।’

Advertisement

এআরবি/এসএএস/জেআইএম