বিনোদন

৫ চলচ্চিত্র পেল ৫০ লাখ টাকা অনুদান

২০১৮-১৯ অর্থবছরের জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সরকারি অনুদানপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পাঁচজনকে ৫০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।

Advertisement

৯ এপ্রিল প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদানপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। সেখানে এই পাঁচটি চলচ্চিত্রের নাম প্রকাশ করা হয়েছে।

এবার সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হলো- ‘খিজির পুরের মিসি’ পরিচালক জান্নাতুল ফেরদৌস আইভি, ‘মিঠুর একাত্তর যাত্রা’ প্রযোজক নাসির উদ্দীন ও পরিচালক জাহিদ সুলতান, ‘রুপালি কথা’ পরিচালক নাজমুল হাসান, ‘শিকল ভাঙ্গার গান’ পরিচালক ফারাশাত রিজওয়ান ও ‘ময়না’ পরিচালক উজ্জ্বল কুমার মন্ডল।

‘মিঠুর একাত্তর যাত্রা’ ছবিটি ছাড়া অন্য চলচ্চিত্রগুলোর প্রযোজক ও পরিচালক একই ব্যক্তি।

Advertisement

তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং বাংলাদেশের আবহমান সংস্কৃতি সমুন্নত রাখার লক্ষ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমান সমৃদ্ধ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্যই এই অনুদান।

বিস্তারিত জানতে ক্লিক করুন

এমএবি/এলএ/পিআর

Advertisement