টাঙ্গাইলের মধুপুর গড়ের কাইলাকুড়ি স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. এড্রিক বেকার আর নেই।মঙ্গলবার দুপুরে তিনি নিজের প্রতিষ্ঠিত স্বাস্থ্য কেন্দ্রেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিউজিল্যান্ডের নাগরিক ডা. বেকার প্রত্যন্ত পাহাড়ি এলাকায় অবস্থান করে মানুষকে স্বাস্থ্য সেবা দিতেন।৭৪ বছর বয়সী ডা. বেকার পালসুনারী হাইপার টেনশন রোগে ভুগছিলেন।গত শনিবার তিনি অসুস্থ্য হয়ে পড়েন।দুপুর পৌনে ২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার শেষ ইচ্ছা অনুযায়ী বুধবার সকাল ১০টায় কাইলাকুড়ি স্বাস্থ্য কেন্দ্রে তাকে সমাহিত করা হবে।এড্রিক বেকার ১৯৪১ সালে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিন্টনে জন্মগ্রহণ করেন।১৯৬৫ সালে তিনি চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।১৯৭৯ সালে তিনি বাংলাদেশে আসেন। ১৯৮৩ সাল থেকে মধুপুরের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে তিনি সাধারণ মানুষকে বিনা পয়সায় চিকিৎসা সেবা দিতেন।এদিকে ডা. এড্রিক বেকারের মৃত্যুর পর দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির কর্ণধার হানিফ সংকেত তাকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
Advertisement
উল্লেখ্য, ২০১১ সালে ডা. এড্রিক বেকারেরকে নিয়ে হানিফ সংকেত একটি প্রতিবেদন প্রকাশ করে ইত্যাদিতে। এরপরই সারাদেশে পরিচিতি পায় ডা. এড্রিক বেকারের কার্যক্রম।মূলত ইত্যাদির মাধ্যমেই ডা. এড্রিক বেকার দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন। পরিণত হন হানিফ সংকেতের প্রিয় মানুষ হিসেবে।
পাঠকের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো :
আরো একজন ভালো মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন-ডাঃ এড্রিক বেকার। পুরো নাম ডাঃ এড্রিক সাজিশন বেকার। আজ দুপুর ২টায় তিনি তার প্রতিষ্ঠিত ‘কাইলাকুঁড়ি হেলথ কেয়ার সেন্টার’ এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। নিউজিল্যান্ডের অধিবাসী ডাক্তার এড্রিক বেকার গ্রামের সবার কাছেই ‘ডাক্তার ভাই’ হিসেবে পরিচিত ছিলেন। ৩৫ বছর ধরে ভিনদেশী এই মানুষটি দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছিলেন টাঙ্গাইলের মধুপুর গড়ে। আর এজন্যে তিনি সেখানে চার একর জায়গার উপর গড়ে তোলেন ‘কাইলাকুঁড়ি হেলথ কেয়ার সেন্টার’। ২০১১ সালের ডিসেম্বর মাসে আমরা ‘ইত্যাদি’তে তার উপর একটি প্রতিবেদন প্রচার করেছিলাম। গ্রামবাসীর দাবীর সঙ্গে আমরাও তাকে নাগরিকত্ব প্রদানের জন্য অনুরোধ করেছিলাম। গত বছর (৫ আগষ্ট ২০১৪) এড্রিক বেকার বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন। আর্তমানবতার সেবায় যারা জীবনের অর্থ খুঁজে পান এড্রিক বেকার ছিলেন তাদেরই একজন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।এমএএস/আরআইপি
Advertisement