জাতীয়

মেডিকেল শিক্ষা প্রসারে নতুন প্রতিষ্ঠান হচ্ছে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘স্বাস্থ্যসেবাকে জনগণের জন্য আরও সহজলভ্য ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্টদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘মেডিকেল শিক্ষার প্রসারে নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে।’

Advertisement

আগামীকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) ‘জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ’ শুরু। এ উপলক্ষে সোমবার এক বাণীতে এ কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, ‘জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। সারাদেশের হাসপাতালগুলোর শয্যাসংখ্যা বৃদ্ধিসহ নিয়োগ দেয়া হয়েছে চিকিৎসক, নার্স ও অন্যান্য সাপোর্টিং স্টাফ। মেডিকেল শিক্ষার প্রসারে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। বর্তমানে সারাদেশে প্রায় সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও পুষ্টিসেবা দেয়া হচ্ছে।’

রাষ্ট্রপতি বলেন, ‘অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও নিয়োগ, অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামাদি সংগ্রহ ও তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে দেশে চিকিৎসা সেবার মান যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, কমেছে মা ও শিশু মৃত্যুহার।’

Advertisement

স্বাস্থ্যখাতে সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের পেশাগত দায়িত্ববোধ থেকে জনসেবা প্রদানের আহ্বান জানান রাষ্ট্রপতি।

এইচএস/এনডিএস/জেআইএম