কক্সবাজারের রামুর কচ্ছপিয়া-গর্জনিয়া সড়কের খালেকুজ্জামান ব্রিজ সংলগ্ন এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আশিষ চন্দ্র নাথের (২৭) মরদেহ ১৪দিন পর উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে উপজেলার কাউয়ারখোপ বাজারের পশ্চিম পার্শ্বে মনিরঝিলে বাকঁখালী নদী থেকে ভাসমান অবস্থান তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গর্জনিয়া ইউনিয়নের ডেইঙ্গারচর গ্রামের হাঁসু চন্দ্র নাথের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে একজন মানুষের মরদেহ ভাসছে এমন খবর পেয়ে এক সিএনজি চালক সেটি শনাক্ত করে। পরে তার পরিবার নদী থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় আশীষের পরনের কাপড়, মোটরসাইকেল চাবি ও ম্যানিব্যাগ পাওয়া যায়। তবে দীর্ঘ ১৫ দিন পানির নিচে থাকায় আশীষের শরীর ফুলে সাদা হয়ে গেছে।এর আগে গত ১৯ আগস্ট রাতে কচ্ছপিয়া থেকে গর্জনিয়া বোমাংখিল পার হওয়ার সময় আশিষ চন্দ্র নাথসহ (২৭) মসজিদের ইমাম মৌলানা এখলাস পানির স্রোতে ভেসে যায়। তার মধ্যে ১৪দিন পর আশীষের মরদেহ উদ্ধার হলেও অপর ব্যক্তি এখলাসের কোনো সন্ধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, সকালে রামুর গর্জনিয়ায় আবুল হোসেন নামে এক কৃষক পানিতে ভেসে যান। দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি
Advertisement