জাতীয়

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছে ল্যাবএইড

মানুষ রোগ নিরাময়ের জন্য সেবন করে ওষুধ। আর তা যদি হয় মেয়াদহীন, তবে নিরাময় নয় হবে মরণ। এমনই মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছে ল্যাবএইড ফার্মা।

Advertisement

সোমবার রাজধানীর গুলশানে ল্যাবএইড ফার্মায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালালে বেরিয়ে আসে এ তথ্য। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযান চলাকালে সার্বিক সহযোগিতা করেন এপিবিএন-১১ এর সদস্যরা।

আব্দুল জব্বার মণ্ডল জানান, আজকে গুলশানের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ল্যাবএইড ফার্মাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রির অপরাধে ‘বাংলার মিষ্টি’ কে ৫০ হাজার টাকাসহ এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের ভোক্তা আইন যথাযথ পরিপালনের নির্দেশ দেয়া হয়।

Advertisement

এসআই/জেএইচ/এমএস