লাইফস্টাইল

তরমুজের খোসার সুস্বাদু রেসিপি

খুব কম মানুষই আছেন, যারা তরমুজ খেতে ভালোবাসেন না। বাইরে সবুজ আর ভেতরে টকটকে লাল এই ফলটি খেতে বেশ সুস্বাদু। রসালো এই ফলটি পুষ্টিগুণে ভরপুর। তরমুজ খাওয়ার পরে এর খোসা সচারাচর ফেলে দেয়া হয়। কিন্তু এই খোসা দিয়েই তৈরি করা যায় চমৎকার স্বাদের খাবার। সবজি হিসেবে তরমুজের খোসা অসাধারণ। চলুন রেসিপি জেনে নেয়া যাক-

Advertisement

আরও পড়ুন: বিকেলের নাস্তায় সবজি পাকোড়া খেতে চাইলে

উপকরণতরমুজের খোসা দুই কাপ (বাইরের সবুজ অংশ ফেলে ছোট ছোট টুকরো করা)চিংড়ি মাছ এক কাপপেঁয়াজ কুচি চার টেবিল চামচরসুন কুচি এক টেবিল চামচহলুদ-জিরা-ধনিয়া গুঁড়া এক চিমটি করেতেল এক টেবিল চামচলবণঝালধনেপাতা স্বাদ অনুযায়ী।

প্রণালিপ্রথমে প্যানে তেল দিয়ে কিছুটা গরম হলে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর চিংড়ি দিয়ে আরো তিন-চার মিনিট ভাজতে হবে।

Advertisement

আরও পড়ুন: ভাত খেলে কি সত্যিই মোটা হবেন?

তরমুজের খোসা ও লবণ দিয়ে আরো কিছু ভেজে গুঁড়া মসলা দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে। সেদ্ধ হয়ে যাবার পর একটু ভাজা ভাজা করে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে।

এইচএন/এমএস

Advertisement