ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা থেকে ঠিক এক পয়েন্ট দূরে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ৮ ম্যাচ বাকি থাকতে তাদের শিরোপা জিততে দরকার মাত্র ১ পয়েন্ট। কিন্তু রোববার রাতে লিল অলিম্পিক স্পোর্টিং ক্লাবের কাছে ধরাশায়ী হয়ে শিরোপার অপেক্ষা দীর্ঘায়িত হলো পিএসজির।
Advertisement
আগের ম্যাচে তুলনামূলক দুর্বল স্ট্রাসবার্গকে হারাতে পারলেই শিরোপা নিশ্চিত হয়ে যেত পিএসজির। সে ম্যাচে থমাস টুখেলের দল ড্র করেছিল ২-২ গোলে। রোববার যখন প্রয়োজন মাত্র ১ পয়েন্ট, তখন তারা হেরে বসলো ১-৫ গোলের বড় ব্যবধানে।
ঘরের মাঠে ম্যাচের প্রথম গোলটা অবশ্য উপহারই পেয়েছিল লিল। ম্যাচের সপ্তম মিনিটে প্রতিপক্ষের ফরোয়ার্ড ইকোনের ক্রস পা বাড়িয়ে ঠেকাতে গিয়েছিলেন পিএসজির বেলজিয়ান ডিফেন্ডার থমাস মিউনার। কিন্তু সে ক্রস মিউনারের পায়ে লেগে জড়িয়ে যায় জালে। এগিয়ে যায় লিল।
তবে বেশিক্ষণ এগিয়ে থাকা হয়নি লিলের। এগারোতম মিনিটেই ম্যাচে সমতা ফেরান হুয়ান বার্নাট বেলাসকো। কাইলিয়ান এমবাপের ক্রস ধরে দলকে প্রথম গোল এনে দেন বেলাসকো। ম্যাচের প্রথমার্ধে থাকে ১-১ গোলের সমতা।
Advertisement
দ্বিতীয়ার্ধে যেনো বদলে যায় লিলের চেহারা। গুনে গুনে চারবার পিএসজির জালে বল ঢোকায় তারা। ম্যাচের ৫১তম মিনিটে নিকোলাস পেপে, ৬৫তম মিনিটে জনাথন বাম্বা, ৭১তম মিনিটে গ্যাব্রিয়েল এবং ৮৪তম মিনিটে পিএসজির কফিনে শেষ পেরেক ঠুকে দেন হোসে ফন্তে।
এত বড় পরাজয়ের পরেও অবশ্য শিরোপা সম্ভাবনায় দাগ পড়েনি পিএসজির। ৩১ ম্যাচে ২৬ জয় ও ৩ ড্রতে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে তারা। এক ম্যাচ বেশি খেলে ১৯ জয় ও ৭ ড্রতে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লিল।
এসএএস/পিআর
Advertisement