খেলাধুলা

আইপিএল শেষ মুম্বাইয়ের ‘রেকর্ডবয়’ জোসেফের

আইপিএলে নিজের অভিষেক ম্যাচেই ১১ বছরের রেকর্ড ভেঙে নতুন করে লিখেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের ক্যারিবীয় তারকা আলঝারি জোসেফ। নিজের প্রথম ওভারের প্রথম বলেই উইকেটসহ সাজঘরে ফিরিয়েছিলেন মোট ছয়জন ব্যাটসম্যানকে।

Advertisement

এমন দারুণ শুরুর পরেও নিজের আইপিএল সফরটা লম্বা করতে পারছেন না ২২ বছর বয়সী জোসেফ। ইনজুরির কাছে পরাজিত হয়ে থামতে হচ্ছে মাত্র তিন ম্যাচ খেলেই। ডান কাঁধের সংযোগস্থানে সমস্যা হওয়ার কারণে আইপিএলের বাকি অংশে আর দেখা যাওয়ার সম্ভাবনা নেই জোসেফকে।

গত শনিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান হাতের কাঁধে ব্যথা পান জোসেফ। পরে পর্যবেক্ষণ করে জানা যায় কাঁধের সংযোগস্থল সরে যাওয়ায় চলতি আইপিএলে খেলার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায় তার।

জোসেফ নিজেই মুম্বাই স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন নিউজিল্যান্ডের গতিতারকা অ্যাডাম মিলনের ইনজুরির কারণে। নিলামের সময় ৭৫ লাখ রুপিতে মিলনেকে কিনেছিল মুম্বাই। নিয়মানুযায়ী পরিবর্তিত খেলোয়াড় জোসেফকেও সমান মূল্যই দেয়ার কথা মুম্বাইয়ের।

Advertisement

মিলনের জায়গায় সুযোগ পেয়ে গত সপ্তাহের শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ১২ রানে ৬ উইকেট নেন জোসেফ। গড়েন আইপিএলের ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড। কিন্তু এরপরের দুই ম্যাচ ভালো যায়নি তার। কিংস এলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২ ওভারে ২২ এবং রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩ ওভারে ৫৩ রান খরচ করেন তিনি।

এক শনিবারে হায়দরাবাদের বিপক্ষে আইপিএল যাত্রা শুরু হয়ে পরের শনিবার রাজস্থানের বিপক্ষে সেটি শেষ হয়ে গেলো জোসেফের। তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচেই উইকেটশূন্য থাকা জোসেফের ঝুলিতে রয়েছে ৬টি আইপিএল উইকেট।

আইপিএল ইতিহাসে সেরা বোলিং:

১. আলঝারি জোসেফ: ১২ রানে ৬ উইকেট, ২০১৯২. সোহেল তানভীর: ১৪ রানে ৬ উইকেট, ২০০৮৩. অ্যাডাম জাম্পা: ১৯ রানে ৬ উইকেট, ২০১৬৪. অনিল কুম্বলে: ৫ রানে ৫ উইকেট, ২০০৯৫. ইশান্ত শর্মা: ১২ রানে ৫ উইকেট, ২০১১

Advertisement

আইপিএল অভিষেকে সেরা বোলিং:

১. আলঝারি জোসেফ: ১২ রানে ৬ উইকেট, ২০১৯২. অ্যান্ড্রু টাই: ১৭ রানে ৫ উইকেট, ২০১৭৩. শোয়েব আখতার: ১১ রানে ৪ উইকেট, ২০০৮৪. শাদাব জাকাতি: ২৪ রানে ৪ উইকেট, ২০০৯

আইপিএলে ৫ উইকেট নেয়া কনিষ্ঠতম বোলার:

১. জয়দেব উনাদকার: ২০১৩ সালে ২১ বছর ২০৪ দিন বয়সে২. আলঝারি জোসেফ: ২০১৯ সালে ২২ বছর ১৩৭ দিন বয়সে৩. ইশান্ত শর্মা: ২০১১ সালে ২২ বছর ২৩৭ দিন বয়সে

এসএএস/এমকেএইচ