প্রবাস

জেদ্দায় নানা আয়োজনে বৈশাখী উৎসব

বাংলা নববর্ষ-১৪২৬ বরণে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে নানা আয়োজন করা হয়। উদযাপিত হয়েছে বৈশাখী উৎসব।

Advertisement

কনস্যুলেট প্রাঙ্গণে রোববার বিকেল সাড়ে ৪টায় কনসাল জেনারেলের স্ত্রী বেগম সাবরিনা নাহরিন পিঠা উৎসবের উদ্বোধন করেন। এতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের স্টাফ পরিচালিত একটি এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, বাংলা ও ইংরেজি শাখার দুটি স্টল অংশ নেয়।

অপরদিকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতিকে তুলে ধরে সাহিত্য সম্ভার, কবিতা পাঠ, বাউল গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মো. আমিনুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈশাখের ওপর সমবেত ও একক গান এবং একক, দ্বৈত ও দলীয় নৃত্য পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে কনস্যুলেটের সব কর্মকর্তা-কর্মচারী, জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের (বাংলা ও ইংরেজি শাখা) শিক্ষক, শিক্ষার্থী, বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ী, এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সন্ধ্যায় কনস্যুলেট ভবন আলোকসজ্জা করা হয়।

Advertisement

জেডএ/এমকেএইচ