দেশজুড়ে

চাঁদপুরে সপ্তম ইলিশ উৎসব শুরু

চাঁদপুরে মঙ্গলবার থেকে সপ্তাহব্যাপি সপ্তম ইলিশ উৎসব শুরু হয়েছে। বিকেল ৪টায় সাংস্কৃতিক সংগঠন চতুরঙ্গের আয়োজনে জিপিএইচ ইস্পাত লি. এর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলানয়তনে এ উৎসবের উদ্বোধন করা হয়।ইলিশ উৎসবের রূপকার চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদ জানান, এই উৎসব হচ্ছে ইলিশ রক্ষার সামাজিক আন্দোলন। এতে সমাজের সর্বস্তরের ও পেশাজীবীদের নিয়ে নানা আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে ইলিশ বিষয়ক বিতর্ক, গোলটেবিল বৈঠক, ইলিশ রান্না প্রতিযোগিতা, ছবি আঁকা প্রতিযোগিতা, নদীর পাড়ে ঘুড়ি প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, অতিথিদের আলোচনা, বাঙালি সাজে মেঘনা পাড়ে রমণী প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন। আগামী ৭ সেপ্টেম্বর পুরস্কার বিতরণের মাধ্যমে এই উৎসব শেষ হবে।ইলিশ উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক কাজী শাহাদাতের সভাপতিত্বে ও চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ইকরাম চৌধুরী/এআরএ

Advertisement