বিনোদন

হলিউডের চলচ্চিত্র উৎসবে গাড়িওয়ালা

যুক্তরাষ্ট্রের হলিউড-লাস ভেগাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিনেরকম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এ প্রদর্শনের জন্য নিমন্ত্রিত হয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘গাড়িওয়ালা’। ছবির নির্মাতা আশরাফ শিশির জানালেন, মঙ্গলবার থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ উৎসব। সেখানে প্রতিযোগিতা বিভাগে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। এতে ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক’, ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’ ও দুটি ‘শ্রেষ্ঠ শিশু-তরুণ শিল্পী’ শাখায় মনোনীত হয়েছে ‘গাড়িওয়ালা’।এ পর্যন্ত ১৮টি দেশের মোট ৪৮টি শহরে ঘুরেছে আশরাফ শিশিরের ‘গাড়িওয়ালা’। এমনটাই জানালেন পরিচালক। তার মতে, এখন পর্যন্ত পৃথিবীর সর্বাধিক দেশে সবচেয়ে বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া বাংলাদেশি চলচ্চিত্র হিসাবে জায়গা করে নিয়েছে ‘গাড়িওয়ালা’। ৫টি মহাদেশের ১৮টি দেশের ৪৮টি শহরে ৪৮টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের যোগত্যা অর্জন করে চলচ্চিত্রটি।ছবিতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, রাইসুল ইসলাম আসাদ, মাসুম আজিজ, ইমরান, সানসি ফারুক, আব্দুর রহমান রাজীব, আর জে মুকুল, সিডর সুমন, সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, শুভ, ইদ্রিস আলী, জগন্ময় পালসহ চারশ’ নাট্যকর্মী।এলএ

Advertisement