খেলাধুলা

সন্ধ্যায় আসছে ভারতের আই-লিগ চ্যাম্পিয়ন মিনারভা

নেপালের চ্যাম্পিয়ন দল মানাংমার্সিয়াংদি ক্লাবের বিরুদ্ধে জয় দিয়ে এএফসি কাপ শুরু করায় আবাহনী রয়েছে বেশ ভালো অবস্থানে। গ্রুপে শীর্ষে থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬ বারের চ্যাম্পিয়নরা দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ঘরের মাঠে।

Advertisement

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীর প্রতিপক্ষ ভারতের আই-লিগ চ্যাম্পিয়ন মিনারভা পাঞ্জাব। ম্যাচটি খেলার জন্য ভারতীয় দলটির খেলোয়াড়-কর্মকর্তারা ঢাকায় পৌঁছাবে রোববার সন্ধ্যায়।

ভারতীয় পেশাদার লিগ চ্যাম্পিয়নদের জন্য এ ম্যাচটি চ্যালেঞ্জের। কারণ, তারা এই টুর্নামেন্টটা শুরু করেছে ড্র দিয়ে। ভারতেরই আরেক ক্লাব চেন্নাইন এএফসির সঙ্গে ড্র করে তারা আবাহনীরও পেছনে পড়ে গেছে। ঘরের মাঠের এ ম্যাচে আই-লিগ চ্যাম্পিয়ন মিনারভা পাঞ্জাবকে হারাতে পারলে পয়েন্ট টেবিলে আবাহনীর শীর্ষস্থানটা আরো মজবুত হবে।

সন্ধ্যায় ঢাকায় এসে ভারতের ক্লাবটি পরের দিন সকালে নেমে পড়বে অনুশীলনে। সোমবার সকাল ৮ টায় মিনারভা পাঞ্জাব অনুশীলন করবে আবাহনী ক্লাব মাঠে। সেখানে স্বাগতিক দল অনুশীলন করবে বিকেলে। ম্যাচের আগেরদিন মূল ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পাবে অতিথি দলটি।

Advertisement

আবাহনী চায় ঘরের মাঠের সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নিতে। তাহলে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শাসন করতে পারবে তারা। ‘আমরা চেষ্টা করবো এ ম্যাচ জিতে নিজেদের অবস্থান আরো ভালো করতে। আমাদের সব খেলোয়াড়ই ভালো ও ফিট আছে ‘ -রোববার বলছিলেন আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রুপু।

আরআই/আএইচএস/এমকেএইচ