ইয়েমেনের সেনাবাহিনীর স্নাইপার ইউনিটের হামলায় সৌদির তিন সেনা নিহত হয়েছে। শনিবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরানে এই হামলার ঘটনা ঘটেছে। খবর পার্স ট্যুডে।
Advertisement
এর আগে শুক্রবারও স্নাইপার ইউনিটের সদস্যরা নাজরান ও জিযানে একই ধরণের হামলা চালিয়েছে। কোনো কোনো সূত্র বলছে, শুক্রবারের হামলায় সৌদি আরবের ভাড়াটে সেনাদের অন্তত ২১ জন আহত অথবা নিহত হয়েছে।
সৌদি আরব নিজ দেশের সামরিক বাহিনীর পাশাপাশি বিভিন্ন দেশের সাবেক সেনাদের মোটা অংকের অর্থের বিনিময়ে ভাড়া করে এনেছে। এসব ভাড়াটে সেনারাও ইয়েমেনিদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের ওপর হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও এর মিত্র দেশগুলো। আগ্রাসী বাহিনীর হামলায় নানা সংকটে জর্জরিত হওয়ার পরও ইয়েমেনিরা অন্যায়ের কাছে আত্মসমর্পণে রাজি নয়। তারা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।
Advertisement
টিটিএন/এমকেএইচ