রাজনীতি

দেশবাসীকে ওবায়দুল কাদেরের নববর্ষের শুভেচ্ছা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisement

শনিবার বিকেলে সিঙ্গাপুরে চিকিৎসাধীন সেতুমন্ত্রী এ শুভেচ্ছা বার্তা পাঠান। সিঙ্গাপুরে অবস্থানরত সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের লিখেছেন, ‘লিখতে না পারার বেদনা নীরবে অশ্রু ঝরায়/ঘুমহীন চোখে রাত কাটে দিগন্তে স্বপ্নের/ডানা মেলে। তবুও .../ নতুন বছরে বাংলাদেশের নতুন কোন দুর্ভাবনা নেই/সতের কোটি মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে/ শুধুমাত্র একজন শেখ হাসিনা নিরন্তর জেগে থাকেন বলে। শুভ নববর্ষ।’

গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনীতে তিনটি ব্লক পান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য পরের দিনই (৪ মার্চ) তাকে সিঙ্গাপুর নেয়া হয়। গত ২০ মার্চ মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়।

Advertisement

সর্বশেষ গত শুক্রবার (৫ এপ্রিল) চিকিৎসা শেষে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র পান ওবায়দুল কাদের। ছাড়পত্র পাওয়ার পর শুক্রবার বাংলাদেশ সময় দেড়টার দিকে তিনি হাসপাতাল ছেড়েছেন।

এইউএ/জেএইচ/এমকেএইচ