‘ভ্রমরারে গাইয়ো না গান গুনগুন , তোমার গুনগুনাগুন শুইনা আমার কলিজায় ধরিলো ঘুন, গাইয়ো না গান গুন গুন’-লোক সংগীতের কিংবদন্তি শিল্পী আব্দুল আলীমের কণ্ঠে তুমুল জনপ্রিয় ছিল ‘ভ্রমরা রে’ শিরোণামের এই গানটি। এবার নতুন আয়োজনে সেই গান নিয়ে হাজির হলেন তার মেয়ে নূরজাহান আলীম।
Advertisement
পহেলা বৈশাখ উৎসব উপলক্ষে গানটির ভিডিও প্রকাশ হয়েছে লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে। গানটির নতুন সংগীতায়োজন করেছেন সৈয়দ কামরুজ্জামান সুজন।
ভিডিওটি পরিচালনা করেছেন খান জিহাদ। এতে শিল্পীর উপস্থিতির পাশাপাশি মডেল হিসেবে আছেন মৌমিতা সাহা ও তাসনিমুল নাভিদ।
নূরজাহান আলীম বলেন, ‘গানটির রচয়িতা ও সুরকার শ্রদ্ধেয় আবদুল লতিফ। গেয়েছিলেন আমার বাবা আব্দুল আলীম। এবারের পহেলা বৈশাখ উপলক্ষে সেই গানটি আমি গাইলাম। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’
Advertisement
এমএবি/জেআইএম