কৌতুক এক : বিয়ে না করেই হানিমুন
Advertisement
বিয়ের আসরে দু’পক্ষের কথোপকথন-কনেপক্ষ: বিয়ের ঝুট-ঝামেলা এড়াতে ওরা শুনছি আসল কাজ আগেই সেরে ফেলেছে।বরপক্ষ: আসল কাজ বলতে কোনটা বোঝাচ্ছেন? নিশ্চয়ই বিয়ে পড়ানোটা?কনেপক্ষ: না।বরপক্ষ: তাহলে?কনেপক্ষ: হানিমুন।
আরও পড়ুন : আজকের কৌতুক : স্ত্রীর অভিযোগ
****
Advertisement
কৌতুক দুই : জীবনেও বিয়ে করব না
জজ সাহেব: যখন এই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল তখন কি তুমি সেখানে উপস্থিত ছিলে?সাক্ষী: জ্বী হ্যাঁ।জজ সাহেব: তোমার এই ঝগড়া থেকে কি ধারণা হলো?সাক্ষী: হুজুর আমি জীবনেও বিয়ে করব না ।
আরও পড়ুন : আজকের কৌতুক : নাপিতের কাণ্ড!
****
Advertisement
কৌতুক তিন : স্ত্রীর বক্তৃতা শুনতে
গভীর রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে মাতাল অবস্থায় বাড়ি ফিরছিল পিন্টু। মাঝরাস্তায় পুলিশ তার পথ রোধ করে দাঁড়ালো-পুলিশ: কোথায় যাচ্ছেন?পিন্টু: বক্তৃতা শুনতে।পুলিশ: এত রাতে আপনাকে বক্তৃতা শোনাতে কে বসে আছে, শুনি?পিন্টু: আমার স্ত্রী।
এইচএন/জেআইএম