জাতীয়

সংসদ অধিবেশন শুরু : চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন মঙ্গলবার বিকেল প্রায় ৫ টায় শুরু হয়েছে। এ অধিবেশন ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ অধিকাংশ মন্ত্রী এমপিরা উপস্থিত ছিলেন।বৈঠকের শুরুতেই সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচন করা হয়। তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের কাজ পরিচালনা করবেন। এরপর বিশিষ্ট জনের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয় এবং সাংসদরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর মোনাজাত করা হয়।  কার্য উপদেষ্টা কমিটির বৈঠকঅধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সপ্তম বৈঠক সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন।কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক বৈঠকে অংশ নেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তম অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৫-০০ মিনিটে অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজনে স্পিকার এ সময়সীমা বাড়াতে বা কমাতে পারবেন। বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মো. আবদুুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশনের আহ্বান করেন। এটি চলতি বছরের তৃতীয় অধিবেশন।    এর আগে দশম সংসদের ষষ্ঠ ও সরকারের দ্বিতীয় বছরের দ্বিতীয় বাজেট অধিবেশন শেষ হয় ৮ জুলাই। এটি গত ১ জুন শুরু হয়েছিল। দশম সংসদের পথচলা শুরু হয় গত ২৯ জানুয়ারি। এ সংসদেই প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি।এইচএস/এসএইচএস

Advertisement