পবিত্র কুরআনুল কারিম মহান আল্লাহ তাআলার কিতাব। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর দীর্ঘ তেইশ বছর ধরে বিভিন্ন প্রেক্ষাপটে প্রয়োজনের তাগিদে নাজিল হয়েছে। পবিত্র কুরআনুল কারিমের তথ্য জানা প্রতিটি মুসলিমের ঈমানি দায়িত্ব। কুরআনের সংক্ষিপ্ত তথ্য কণিকা জাগো নিউজে তুলে ধরা হলো-সূরা, আয়াত ও বাক্যের তথ্যপবিত্র কুরআনে ১১৪টি সূরা রয়েছে। রুকু সংখ্যা ৫৪০টি। আয়াত রয়েছে ৬৬৬৬টি। ৩ লাখ ২২ হাজার ৬৭১টি অক্ষর রয়েছে। এতে বাক্য রয়েছে ৭৬ হাজার ৪৩০টি। কুরআনে ‘আল্লাহ’ শব্দটি এসেছে ২ হাজার ৫৮৪ বার।হরকতের তথ্যপবিত্র কুরআনে যবরের সংখ্যা ৪ লাখ ৫৩ হাজার ১৪৩টি। যেরের সংখ্যা ৩৯৫৮২টি। আর পেশের সংখ্যা হলো ৮৮০৪টি। তাশদিদ রয়েছে ১২৭৪টি। মাদ ১৭৭১টি, নকতা সংখ্যা হলো ১০৫৬৮৪টি।অক্ষরের হিসাবআলিফ-৪৮৮৭৬, বা-১১৪২৮, তা- ১১০৯৫, ছা-১২৭৬, ঝিম-৩২৭৩, হা-৩৭৯, খা-২৪১৬, দাল-৫৬০২, জাল-৪৬৭৭, রা-১১৭৯৩, যা-১৫৯০, সিন-৫৮৯১, শিন-২২৫৩, সোয়াদ-২০১২, দোয়াদ-১২০৭, ত্বা-১২৭৭, জ্ব-৮৪২, আ’ইন-৯২২০, গাইন-২২০৮, ফা-৮৪৯৯, ক্বাফ-৬৮১৩, কাফ-৯৫০০, লাম-৩০৪৩২, মিম-৩৬৫৬০, নুন-৪৫১৯০, ওয়াও-২৫৫২৬, হা (গোল হা)-১৯০৭০ এবং ইয়া-৪৫৯১৯।কুরআনের নির্দেশনা ভিত্তিক আয়াতক. আদেশের আয়াত হলো ১০০০টি।খ. নিষেধ সংক্রান্ত আয়াত রয়েছে ১০০০।গ. আদেশ-নিষেধ মেনে জীবন-যাপনকারীদের সুখবর রয়েছে ১০০০ আয়াতে।ঘ. কুরআনের বিধি-নিষেধ অমান্যকারীদের সতর্কবাণী রয়েছে ১০০০ আয়াতে।ঙ. হালাল-হারামের বিবরণ রয়েছে ৫০০ আয়াতে।চ. পূর্ববর্তী জাতির সমূহের ইতিহাস বর্ণিত হয়েছে ৫০০ আয়াতে।ছ. নামাজ ও জাকাতের তাগিদ এসেছে ১৫০ আয়াতে এবংজ. সকাল-সন্ধ্যার তাসবিহর বর্ণনা এসেছে ১২০ আয়াতে।কুরআনের নামের সংখ্যাপবিত্র কুরআনেই এর বিভিন্ন নাম উল্লেখ করা হয়েছে, আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তাঁর রচিত ‘আল-ইতকান ফি উলুমুল কুরআন’- গ্রন্থে কুরআনের ৫৫টি নামের বর্ণনা করেছেন।কুরআনের মানজিল সংখ্যা
Advertisement
কুরআন বিষয়ক আরো তথ্যাবলী ধারাবাহিকভাবে তুলে ধরা হবে। যা প্রত্যেক বনি আদমের জানা অনেক জরুরি। আল্লাহ তাআলা কুরআনের জ্ঞান বাড়িয়ে দিন। কুরআনকে জানা এবং মানার তাওফিক দান করুন। কুরআন অনুযায়ী জীবন-যাপনের তাওফিক দান করুন। আমিন।
জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। সুন্দর সুন্দর ইসলামি আলোচনা পড়ুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।এমএমএস
Advertisement