রাজনীতি

মাদরাসা শিক্ষার পরিবেশ বিশেষ নজরদারিতে আনার আহ্বান

মাদরাসার শিক্ষার পরিবেশ-পরিস্থিতি বিশেষ নজরদারিতে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।

Advertisement

শুক্রবার (১২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর (দক্ষিণ) শাখা আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

নুসরাত জাহান রাফি হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে শরীফ নুরুল আম্বিয়া বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে শিশু, কিশোর-কিশারীদের ওপর যৌন হয়রানির খবর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রভাবশালী মহল এসকল বিকৃত কার্যকলাপে জড়িত বা প্রশ্রয় দেয়। তাদের সমর্থনে ধর্ষক ও খুনিদের পক্ষে মিছিল হয় এবং সমাজকে কলঙ্কিত করে। আমরা মাদরাসার শিক্ষার পরিবেশ-পরিস্থিতি বিশেষ নজরদারিতে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে এহেন ঘৃণ্য ও নিন্দনীয় অপকর্মের সহযোগীদেরও কোনোরকম ছাড় দেয়ার প্রশ্নই আসে না। আমরা নুসরাত হত্যার বিচার চাই। যৌন নিপীড়ন ও নিষ্ঠুরভাবে তাকে হত্যার জন্য দায়ী সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও তার সহযোগীদেরও কঠিন শাস্তি দিতে হবে।’

Advertisement

বাংলাদেশ জাসদ সভাপতি বলেন, ‘নুসরাত প্রতিবাদ করেছিল বলে জীবন দিতে হয়েছে। প্রতিবাদী নুসরাতকে আমরা সম্মান করি। আধুনিক বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় নুসরাত এক সংগ্রামী কন্যা হিসেবে আমাদের মাঝে বেঁচে থাকবে।’

বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার সভাপতি আবদুস সালাম খোকনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, মোহাম্মদ খালেদ, করিম সিকদার, মনজুর আহমেদ মনজু, নাসিরুল হক নওয়াব ও আনোয়ারুল ইসলাম বাবু, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক জি এম রোস্তম খান, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

এইউএ/এমবিআর/এমকেএইচ

Advertisement