যাত্রীদের হয়রানি করার অভিযোগে ফ্লাইট পরিচালনাকারী প্রতিষ্ঠান ফ্লাইদুবাইকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. ফরহাদ হোসেন এই জরিমানা করেন।শরীফ মো. ফরহাদ হোসেন জাগো নিউজকে জানান, যাত্রীদের লাগেজ লেফ্ট বিহাইন্ডের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থদণ্ড আদায় করা হয়েছে।সোমবার রাতে ফ্লাই দুবাইয়ের ফ্লাইটের ৩২ জন যাত্রীর লাগেজ আসেনি। মঙ্গলবারও একই অবস্থা। সকালের ফ্লাইটে ৬৪ জনের লাগেজ আসেনি। এ ঘনায় ৮ জন যাত্রীর অভিযোগের ভিত্তিতে এই অর্থদণ্ড দেয়া হয়। ফ্লাই দুবাইয়ের স্টেশন ম্যানেজার থেকে ১ লাখ এবং ব্যাগেজ ডিলিং অফিসার থেকে ১ লাখ টাকা আদায় করা হয়েছে।দোষ স্বীকার করে ফ্লাইদুবাই জানায়, এয়ারক্রাফ্টে পর্যাপ্ত স্থান সংকুলান না থাকা সত্ত্বেও প্রতিযোগিতামূলক বাজারে অন্যদের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে তারা যাত্রীদের মাথাপিছু ২০ কেজির জায়গায় ৪০ কেজি পর্যন্ত ব্যাগেজ সুবিধা দিয়েছিল। তবে পর্যাপ্ত জায়গা না থাকায় সেগুলো আনা হয়নি।ব্যবসার কথা বিবেচনা করে জেনেশুনে যাত্রীদের লাগেজ রেখে আসায় এমন কঠোর দণ্ড দেয়া হয়েছে বলে জানান শরীফ মো. ফরহাদ হোসেন।এআর/এসকেডি
Advertisement