দেশজুড়ে

৩৩ পরীক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় দুই কেন্দ্র সচিবকে অব্যাহতি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এইচএসসি পরীক্ষার দুই কেন্দ্রে ৩৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃক দুই কেন্দ্রের সচিবসহ চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম দুই কেন্দ্রের সচিব, প্রভাষক ও পিয়নকে অব্যাহতি প্রদানের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেন।

Advertisement

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব হাবিবুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মিজানুর রহমান নিলু, আইসিটি প্রভাষক মতিউল ইসলাম রাসেল এবং পিয়ন আব্দুল মান্নান।

এদিকে গত বুধবার ৩৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে উপজেলা শহরের প্রধান চৌরঙ্গী মোড়ে সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ ছাত্রলীগের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং সন্ধা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার কলেজ মোড়ে পাটগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে বুড়িমারী স্থল বন্দরের শতশত আমদানি ও রফতানিকৃত মালবাহী ট্রাকসহ ঢাকাগামী নৈশ কোচ আটকা পড়ে।

পরে ঘটনাস্থলে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম,পাটগ্রাম থানা ওসি মনসুর আলী সরকার অবরোধকারীদের দাবি পূরণে ২৪ ঘণ্টার সময় নিয়ে আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Advertisement

২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার রাতে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ চলতি এইচএসসি পরীক্ষার সকল দায়িত্ব থেকে দুই কেন্দ্রের সচিব, প্রভাষক ও পিয়নকে অব্যাহতি দেয়।

রবিউল হাসান/আরএআর/এমএস