প্রবাস

নুসরাত হত্যার বিচার দাবিতে লন্ডনে মানববন্ধন

ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে লন্ডনের ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস।

Advertisement

বৃহস্পতিবার (১১ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ২টায় লন্ডনের আলতাব আলী পার্কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক জাকের আহমদ চৌধুরির সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল কাদের সালেহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কমিউনিটি ব্যক্তিত্ব মাওলানা রফিক আহমদ, নুর বক্স, সংগঠনের উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা আব্দুল আলী, সাহিদুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট আলা উদ্দিন।

মানববন্ধনে বক্তারা বলেন, কোনো সভ্য সমাজে আগুন দিয়ে মানুষ পুড়িয় হত্যার কথা কল্পনাও করা যায় না। এ ধরনের ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানান তারা।

Advertisement

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহান বিন নিজাম, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন, ফয়সল আহমদ, শাহিন আহমেদ রনি, আনিসুর রহমান, মনিরুল হক প্রমুখ। ফিরোজ আহম্মেদ (বিপুল)/এএইচ/এমএস