খেলাধুলা

চেন্নাইকে ১৫২ রানের লক্ষ্য দিয়েছে রাজস্থান

চেন্নাই সুপার কিংসের বোলারদের সামনে হাত খুলে খেলতেই পারলেন না রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানরা। তবে শেষদিকে কিছুটা রানের গতি বাড়ায় নির্ধারিত ২০ ওভারে রাজস্থান যেতে পেরেছে ৭ উইকেটে ১৫১ পর্যন্ত।

Advertisement

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা কিন্তু খারাপ ছিল না রাজস্থানের। দুই ওপেনার আজিঙ্কা রাহানে আর জস বাটলার ১৭ বলেই তুলে ফেলেন ৩১ রান। ১১ বলে ১৪ করে রাহানে ফিরলে ভাঙে এই জুটি। এরপর ১০ বলে ২৩ রান করে ফিরে যান বাটলারও। সঞ্জু স্যামসন করেন মাত্র ৬।

পরের ব্যাটসম্যানরা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ব্যাটিংটা আর করতে পারেননি। বেন স্টোকস ২৬ বলে ২৮ করলেও সে ইনিংসে বাউন্ডারির মার ছিল মাত্র একটি।

তবে শেষদিকে জোফরা আর্চার আর শ্রেয়াস গোপাল মিলে ১০ বলে ২৫ রানের ঝড়ো জুটিতে কিছুটা পুষিয়েছেন। আর্চার ১২ বলে ১৩ আর গোপাল মাত্র ৭ বলে ২ চার আর ১ ছক্কায় খেলেন ১৯ রানের হার না মানা ইনিংস।

Advertisement

চেন্নাইয়ের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন দীপক চাহার, রবীন্দ্র জাদেজা আর শার্দুল ঠাকুর।

এমএমআর/বিএ