পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান হত্যা মামলায় ১০ জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
Advertisement
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক শেখ মাহবুবুর রহমান ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট জমা দেন। বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শেখ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (১১ এপ্রিল) বলেন, পরিদর্শক মামুন ইমরান হত্যা মামলায় ১০ জনকে অভিযুক্ত করে গত ৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দাখিল করেন।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন- রবিউল ইসলাম (৩০), রবিউলের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া (২১), ইমরানের বন্ধু রহমত উল্লাহ (৩৫), স্বপন সরকার (৩৯), দিদার পাঠান (২১), মিজান শেখ (২১), আতিক হাসান (২১), সারোয়ার হোসেন (২৩) এবং দুই কিশোরী মেহেরুন নেছা স্বর্ণ ওরফে আফরিন ওরফে আন্নাফী (১৬) ও ফারিয়া বিনতে মীম ওরফে মাইশা (১৬)।
২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় উলুখোলা এলাকার একটি জঙ্গল থেকে মামুনের হাত-পা বাঁধা বস্তাবন্দি পোড়া মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার দুদিন আগে অফিস শেষে বাসায় ফেরার পথে নিখোঁজ হন তিনি। মামুন ইমরানের মুত্যৃর ঘটনায় তার ভাই বাদী হয়ে রাজধানীর বনানী থানায় মামলা করেন।
Advertisement
জেএ/এনডিএস/এমকেএইচ