বিনোদন

শোলের রিমেকে জরিমানা

অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র অভিনীত ৭০ দশকের বলিউডের পর্দা কাঁপানো ছবি শোলের রিমেক করে ১০ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে পরিচালক রাম গোপাল ভার্মাকে। জানা যায়, শোলে ছবির প্রযোজক ভিজয় সিপ্পির ছেলে সাশা সিপ্পির করা এক মামলায় এই আদেশ দেন ভারতীয় হাইকোর্ট। হাইকোর্টের আদেশটিতে বলা হয়, শোলে মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের কাছ থেকে অনুমতি না নেওয়ায় রিমেক নয়, বরং ‘শোলে’ ছবিটি নকল করেছেন রাম গোপাল ভার্মা। আর যে কারণে ভার্মা এবং তার প্রযোজনা সংস্থা এম/এস আরজিভি প্রোডাকশন্স প্রাইভেট লিমিটেড, ভার্মা কর্পোরেশন লিমিটেড এবং মাধু ভার্মাকে ১০ লাখ রুপি জরিমানা করেছেন আদালত। উল্লেখ্য, ১৯৭৫ সালে মুক্তি পাওয়া ব্লকব্লাষ্টার ছবি শোলেতে অভিনয় করেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, আমজাদ খান, সঞ্জীব কুমার, হেমা মালিনি এবং জয়া বচ্চন। আরএএইচ/এলএ

Advertisement