আন্তর্জাতিক

ত্রিপুরায় কংগ্রেস-বিজেপি সংঘর্ষে আশঙ্কাজনক ৮

উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে লোকসভা নির্বাচন চলাকালীন ক্ষমতাসীন দল বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, ত্রিপুরার সিপাহীজালা জেলার চারিলাম নামক স্থানে দুই দলের মধ্যে সংর্ঘের ঘটনা ঘটে। যে স্থানে সংঘর্ষের ঘটনাটি ঘটে সেটি পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনের অন্তর্ভূক্ত। আহতদের প্রাদেশিক রাজধানী আগরতলার জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জ শহরে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তুফানগঞ্জ শহরের ধলপলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কার্যালয় ভেঙে দেয়ার অভিযোগও উঠেছে।

উল্লেখ্য, আজ ভারতের ১৮টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৯১টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফার নির্বাচনে ত্রিপুরার ২টি সংসদীয় আসনের মধ্যে ১টিতে ভোট হচ্ছে। দুটি আসনই এখন সিপিএমের দখলে।

Advertisement

এসএ/আরআইপি