পেলে-ম্যারাডোনার শ্রেষ্ঠত্বের অবসান ঘটিয়েছেন লিওনেল মেসি- এমনটাই মেসি ভক্তদের ধারণা। আসলেই কি তাই? লিওনেল মেসির প্রতিভা এবং তার শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পেলে-ম্যারাডোনাকে কি সত্যি সত্যি তিনি তার শ্রেষ্ঠত্ব দিয়ে পেছনে ফেলতে পেরেছেন?
Advertisement
বিশ্বকাপ ফুটবলকে যদি মানদণ্ড ধরা হয়, তাহলে তার উত্তর হবে, ‘কোনোভাবেই না’। পেলে জিতেছেন তিনটি বিশ্বকাপ। ম্যারাডোনা একা একবার বিশ্বকাপ জিতিয়েছেন তার দেশকে। আরেকবার তুলেছিলেন ফাইনালে। সে হিসেবে মেসির অর্জন কি? একবার শুধুমাত্র বিশ্বকাপের ফাইনালে নিজ দেশকে তোলা?
২০০৪-২০০৫ সাল থেকে ক্যারিয়ার শুরু করা মেসির সাফল্য শুধুই ক্লাব ফুটবলে। জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত কোনো শিরোপাই জিততে পারেননি তিনি। শুধুমাত্র ২০০৮ বেইজিং অলিম্পিকের ফুটবলে স্বর্ণ জিতেছিলেন অনুর্ধ্ব-২৩ দলের হয়ে। দুইবার কোপা আমেরিকার ফাইনাল খেলেও পারেননি একটি শিরোপা জিততে। একবার তো খেলেছিলেন বিশ্বকাপের ফাইনাল।
এ কারণেই আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার হেক্টর এনরিকে দাবি করেছেন, লিওনেল মেসি কখনোই ম্যারাডোনার সমান হতে পারেন না। হেক্টর এনরিক আবার ছিলেন ১৯৮৬ সালে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনায় ম্যারাডোনার সতীর্থ।
Advertisement
বিশ্বকাপজয়ী এই ফুটবলার নিজের মতামতের ভিত্তিতে আর্জেন্টিনার সর্বকালের একটি সেরা একাদশ দাঁড় করাতে গিয়েই বিতর্কে জড়ান মেসি এবং ম্যারাডোনা নিয়ে। যেখানে তিনি শ্রেষ্ঠত্বের আসন দিয়েছেন ম্যারাডোনাকেই।
হেক্টর এনরিকে আটাক ফুটবোলেরিওকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, জাতীয় দলে মেসি খুবই কঠিন একটি সময় পেয়েছে। আমি আশা করি, আগামী বিশ্বকাপে আমরা যা আশা করি, সেই সৌভাগ্য হয়তো তিনি পাবেন। কিন্তু, আমি বলতে চাই মেসি কখনোই ম্যারাডোনার সমান হতে পারবে না।’
আইএইচএস/জেআইএম
Advertisement