রাজনীতি

দলীয়করণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

বর্তমান সরকারের দলীয়করণের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করার আহ্বান জানিয়েছেন লেবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্ণেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জ্যাব)আয়োজিত ‘সংবাদপত্রের স্বাধীনতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।অলি আহমেদ বলেন, ‘অতীতে সব সরকারই সকল সুযোগ সুবিধার ক্ষেত্রে দলীয়করণ করার চেষ্টা করেছে। কেউ করেছে ৫ শতাংশ কেউবা ১০ শতাংশ। কিন্তু বর্তমান সরকার দলীয়করণের ক্ষেত্রে সকল রেকর্ড ভঙ্গ করেছে। তাই এই সরকারের দলীয়করণের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।’এসময় সাংবাদিকদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বানও জানান অলি আহমেদ।আলোচনা সভায় অংশ নিয়ে বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট আমানউল্লাহ কবির বলেন, ‘বিএনপি এবং আওয়ামী লীগের গঠনতন্ত্র হল স্বৈরাচার তৈরির দলীল। তারা যে যখন সুযোগ পেয়েছে ক্ষমতাকে আকরে ধরে রাখতে চেয়েছে’।তিনি বলেন, ‘আজ বাংলাদেশে সাংবাদিক নির্যাতনের জন্য আমরা সাংবাদিকরাও দায়ী কম নই। কারণ আমাদের মধ্যে কোনো ঐক্য নেই।আয়োজক সংগঠনের ঢাকা মহানগরীর আহ্বায়ক সৈয়দ মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এলাহী নেওয়াজ খান সাজু, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।আএসএস/একে/আরআইপি

Advertisement