আন্তর্জাতিক

লোকসভা নির্বাচন : মোদির ব্যর্থতা, রাহুলের প্রতিশ্রুতি

ভারতে ভোট শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল ৭টায়। ভোটগ্রহণ শুরু হতে না হতেই দেশটির ভোটারদের নিজ নিজ দলের প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধান দুটি দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সভাপতি অমিত শাহ ও কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী দলের পক্ষে ভোট চেয়েছেন।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় বিজেপিকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আজ ২০১৯ সালের লোকসভা নির্বাচন শুরু হয়েছে। প্রথম ধাপে যেসব সংসদীয় আসনে আজ ভোট হচ্ছে আমি সেখানকার ভোটার রেকর্ড গড়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আমি আহ্বান জানাচ্ছি তরুণ ও নতুন ভোটারদের।’

নরন্দ্রে মোদি মঙ্গলবার মহারাষ্ট্র প্রদেশের এক নির্বাচনী জনসভাতেও প্রথমবার ভোট দিতে যাওয়ার তরুণদের বিজেপিতে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি তরুণদের আকৃষ্ট করাকে তার নির্বাচনী প্রচারণার মূল থিম হিসেবে অভিহিত করেন।

लोकसभा चुनावों के लिए आज पहले चरण का मतदान है। सभी मतदाताओं से मेरी विनती है कि लोकतंत्र के इस महोत्सव में जरूर हिस्सा लें। अधिक-से-अधिक संख्या में मतदान करें। पहले मतदान, फिर जलपान!

Advertisement

— Chowkidar Narendra Modi (@narendramodi) April 11, 2019

দেশটির বিরোধী দল ও ক্ষমতাসীন বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সভাপতিও লোকসভা নির্বাচনে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ভোটারদের। তবে তিনি একটু ব্যতিক্রম ভাবে আহ্বান জানিয়েছেন। মোদি সরকার গত নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়ে তা পূরণে ব্যর্থ হয়েছেন তার ফিরিস্তি তুলে কংগ্রেসের পক্ষে ভোট চেয়েছেন তিনি।

আরও পড়ুন>> কট্টর জাতীয়তাবাদের খোলসে জয়ের স্বপ্ন দেখা মোদি সফল হবেন?

রাহুল গান্ধী মোদির প্রতিশ্রুতির সঙ্গে গত পাঁচ বছরের তুলনা টেনে তার টুইটার বার্তায় বলেন, ‘দুই কোটি চাকরি। ১৫ লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে। কোথায় ‘‘আসছে দিন।’’ তার পরিবর্তে কোনো চাকরি নাই, বিক্ষোভ-আন্দোলন, কৃষকরা দুঃখে, গাব্বার সিং ট্যাক্স, স্যুট-বুট সরকার, রাফাল। সব মিথ্যা, মিথ্যা আর মিথ্যা। অবিশ্বাস, সহিংসতা, ঘৃণা ও ভয়।’

No 2 Crore JOBS. No 15 Lakhs in Bank A/C. No ACCHE DIN. Instead:No JOBS.DEMONETISATION. Farmers in Pain. GABBAR SINGH TAX.Suit Boot Sarkar. RAFALE.Lies. Lies. Lies. Distrust. Violence. HATE. Fear.You vote today for the soul of India. For her future. Vote wisely. pic.twitter.com/wKNTBuGA7J

Advertisement

— Rahul Gandhi (@RahulGandhi) April 11, 2019

রাহুল গান্ধী ভোটারদের বিজ্ঞতার পরিচয় দিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনি আজ ভোট দেবেন ভারতের অন্তরের পক্ষে, ভারতের ভবিষ্যতের পক্ষে। কংগ্রেসের দলীয় টুইটার অ্যকাউন্টের এক বার্তায় কংগ্রেসের পক্ষে ভোট চেয়ে বলা হচ্ছে, ‘আজ আপনি সিদ্ধান্ত নেবেন ভালোবাস নাকি ঘৃণা, চাকরি নাকি পাকোড়া। কংগ্রেসের জন্য ভোট দিন আপনারা জন্য ভোট দিন।’

Today you decideLove over hateJobs over pakodaPolicies over propogandaOne nation over divisionVote for Congress, Vote for you. Today you pledge,#MyVoteForCongress #AbHogaNyay pic.twitter.com/17gdBrgFal

— Congress (@INCIndia) April 11, 2019

এসএ/জেআইএম