মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্যের মোড়কে মূল্য লেখা না থাকা এবং প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য ও সেবা না দেয়ার অপরাধে রাজধানীর ১১টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
Advertisement
বুধবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এসব প্রতিষ্ঠানকে মোট এক লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে খুলনা খাবার ঘরকে ১৫ হাজার টাকা, মুন ফার্মাকে ২৫ হাজার টাকা, তালিব মাংস বিতানকে দুই হাজার টাকা, শরীয়তপুর দধী ভাণ্ডারকে দুই হাজার টাকা, আলি জেনারেল স্টোরকে সাত হাজার টাকা, মিরপুর ফার্মাকে ১৫ হাজার টাকা, ইউনাইটেড ফার্মাকে ১০ হাজার টাকা, ফ্রেন্ডস ক্যাফেকে ৩০ হাজার টাকা, টাঙ্গাইল মিষ্টি ভাণ্ডারকে দুই হাজার টাকা, গোলাম মর্তুজা মাংস বিতানকে দুই হাজার টাকা এবং শফি মাংস বিতানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা ও জান্নাতুল ফেরদাউস। অভিযানে সার্বিক সহযোগিতা করে এপিবিএন-১১ এর সদস্যরা।
Advertisement
এসআই/বিএ