ধর্ম

যে ৩ কাজ সব ধর্মের মানুষের জন্যই গুরুত্বপূর্ণ

ইসলামে এমন ৩টি কাজ আছে, যা অন্য সব ধর্মের লোকের জন্যও সমভাবে পালন করা জরুরি। দুনিয়ার সব মানুষের জন্য এ হক ৩টি একই রকম। অর্থাৎ এ হক বা অধিকার ৩টি হিন্দু কি মুসলমান সবার জন্যই প্রযোজ্য।

Advertisement

হজরত মুহাইমিন বিন মেহরান বলেন, ‘ইসলামের ৩টি কাজ দুনিয়ার সব মানুষের জন্য একই রকম। আর তাহলো-

>> সর্বাবস্থায় মানুষের আমানত রক্ষা করা। আমানতদার মুসলিম হোক কিংবা অমুসলিম।>> পিতা-মাতার প্রতি সম্মান করা। সন্তান মুসলিম হোক কিংবা অমুসলিম হোক।>> সর্বাবস্থায় ওয়াদা বা অঙ্গীকার পূর্ণ করা। ওয়াদাকারী মুসলিম হোক কিংবা অমুসলিম হোক।

এ ৩টি কাজ দুনিয়ার সবার জন্য সমভাবে গুরুত্বপূর্ণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দায়িত্বে অবহেলা করার কোনো সুযোগ নেই।

Advertisement

অন্য ধর্মের লোকেরা উল্লেখিত বিষয়গুলো পালন করলো কিনা তা না দেখে বরং মুমিন মুসলমানের জন্য তা পালন করা একান্ত আবশ্যক।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আমানতের খেয়ানত না করার, পিতা-মাতার অমর্যাদা থেকে হেফাজত থাকার পাশাপাশি ওয়াদা যথযথ পূর্ণ করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

Advertisement