কেক কেটে, বেলুন উড়িয়ে এবং পৃথক আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরীর সদর রোড টাউন হল সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন উড়ানো হয়। এরপর দলীয় কার্যালয়ের সামনে দক্ষিণ জেলা এবং পরে প্রেসক্লাব মিলনায়তনে উত্তর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার। এখানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার বলেন, গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছে। আজ সেই গণতন্ত্র অবরুদ্ধ। মানুষের বাক রুদ্ধ করা হচ্ছে, স্বাধীনভাবে মত প্রকাশ করা যাচ্ছে না। কথায় কথায় বিরোধী দলীয় নেতা কর্মীদের জেলে পুড়ছে। সরকারের স্বৈরাচারী নীতি পরিহার এবং গণতন্ত্র পুনরুদ্ধরের জন্য তিনি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন। এদিকে, সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিনের সভাপতিত্বে দক্ষিণ জেলার এবং সভাপতি মেজবাউদ্দিন ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উত্তর জেলার আলোচনা সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। দুপুর সোয়া ১২টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩ টায় নগরীর অশ্বিনী কুমার হলে আলোচনা সভার আয়োজন করেছে মহানগর বিএনপি। এর আগে সোমবার দিবাগত রাতে সদর রোডের দলীয় কার্যালয়ে কেক কাটেন মহানগর মহিলা দলের নেতাকর্মীরা।সাইফ আমীন/এসএস/পিআর
Advertisement