অস্ট্রিয়ায় বৃহত্তর কুমিল্লা সমিতির বার্ষিক সাধারণ সভা, নতুন কার্যকরী কমিটির অভিষেক ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
রোববার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার কেন্ট রেস্টুরেন্টের হলরুমে এ অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।
অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি জাকারিয়া সাইমুম বলেন, অস্ট্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কুমিল্লা সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে আরও উল্লেখযোগ্য অবদান রাখবে।
সাধারণ সম্পাদক তাহের সরকার বলেন, অস্ট্রিয়ার কুমিল্লা সমিতি ভিয়েনায় প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন এবং কুমিল্লা প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সবসময় কাজ করে যাবে। তিনি সবার সহযোগিতা কামনা করেন।
Advertisement
এতে উপস্থিত ছিলেন- বর্তমান সভাপতি জাকারিয়া সাইমুম, সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম মোহাম্মদ, মিনহাজ উদ্দিন আহমেদ খোকন, মহসিন মাহিয়া, সাধারণ সম্পাদক তাহের সরকার, সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক ফোরকান হোসেন, অর্থ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সম্পাদক মামুন হাসান, প্রচার সম্পাদক কবির আহমদ চৌধুরী, আইটি সম্পাদক হাসান, সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ, ক্রীড়া সম্পাদক আল-আমিন, সম্মানিত সদস্য অহিদুল আলম, আতাউল ইসলাম চৌধুরী, কাউসার সরকার, দেলোয়ার হোসেন, সাগর খান, আলী আজগর ইঞ্জিনিয়ারসহ প্রবাসী বাংলাদেশিরা।
বিএ