জাতীয়

গার্মেন্ট শিল্পের পরেই অর্থকরী খাত হবে পর্যটন : মেনন

পর্যটন শিল্পকে যদি আরো উন্নত করে বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমনকারীদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারি, তবে দেশে গার্মেন্ট শিল্পের পরেই হবে পর্যটন শিল্পের অবস্থান বলে মন্তব্য করেছেন বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এবং বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, আমরা অন্যান্য দেশের তুলনায় পর্যটন শিল্প খাতে পিছিয়ে আছি। সে অবস্থার উত্তরণের চেষ্টা চলছে।তিনি বলেন, আমরা বিশ্ব ট্যুরিস্টদের মধ্যে একটা সাড়া ফেলতে চাই। জানাতে চাই বাংলাদেশ ভ্রমনের জন্য নিরাপদ দেশ। এজন্য বিশ্ব ট্যুরিজম সংস্থার সহায়তায় আগামী ২৭ ও ২৮ অক্টোবর এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশসমূহের অংশগ্রহণে ঢাকায় আয়োজন করা হচ্ছে বুদ্ধিষ্ট হেরিটেজ সার্কিটস ট্যুরিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। আশা করছি এই সম্মেলন ফলপ্রসু হবে। এজন্য দেশের মিডিয়াগুলোকে বিশেষ ভূমিকা পালনের অনুরোধ জানান মন্ত্রী।তিনি বলেন, চীনের পর্যটকরা ১৬৫ বিলিয়ন ডলার খচর করছে শুধু পর্যটক হিসেবে ঘুরেই। আমরা এই সুযোগটি নিতে চাই। তাদের একটা বড় অংশ বাংলাদেশ নিয়ে আসতে পারলে দেশের আয় যেমন বাড়বে তেমনি বিশ্ব দরবারে দেশের পর্যটন সর্ম্পকে ইতিবাচক ধারণা তৈরি হবে।সব মহলের সহযোগিতা দাবি রেখে মন্ত্রী বলেন, গার্মেন্ট শিল্পের পরেই আমরা পর্যটন শিল্পকে দেখতে চাই। সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। নিরাপত্তার ক্ষেত্রে আমরা এখনো সচেতন না। পর্যটন সংশ্লিষ্ট স্থানীয় লোকজন এব্যাপারে অনেক বেশি সহযোগিতা করতে পারে।জাতীয় পর্যটন সংস্থা ‘বাংলাদেশ ট্যুরিস্ট বোর্ড’ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশের সম্ভাবনাময় বৌদ্ধ পূরাকীর্তি, স্থাপত্য, ঐতিহাসিক নিদর্শন, সাংস্কৃতিক ঐতিহ্যসমহূ এবং দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বুদ্ধিষ্ট হেরিটেজসমূহ দেশে ও বিদেশে তুলে ধরতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।বুদ্ধিষ্ট হেরিটেজ সাইটসমূহকে পর্যটন পণ্য হিসেবে ব্যাপক প্রচারের জন্য আগামী ২৭ ও ২৮ অক্টোবর বিশ্ব ট্যুরিজম সংস্থার সহায়তায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশসমূহের অংশগ্রহণে ঢাকায় আয়োজন করা হচ্ছে বুদ্ধিষ্ট হেরিটেজ সার্কিটস ট্যুরিজম বিষয়ক আর্ন্তজাতিক সম্মেলন। এই সম্মেলনের প্রাক প্রস্তুতি হিসেবে এ কর্মশালার আয়োজন। সূত্রটি জানায়, কর্মশালায় আলোচিত বিষয়াবলী ও সুপারিশসমূহ পরবর্তীতে অনুষ্ঠেয় আর্ন্তজাতিক ওই সম্মেলনে উপস্থাপন করা হবে।জেইউ/এআরএস/আরআইপি

Advertisement