‘প্রবাসী সাংবাদিকরা সত্যিই প্রশংসার পাত্র। আমরা একটি জেলার কয়েক লাখ মানুষের প্রতিনিধিত্ব করছি। আর প্রবাসী সাংবাদিকরা নিজ কর্মের পাশাপাশি ২১ লাখ প্রবাসী বাংলাদেশীর প্রতিনিধিত্ব করছেন। তাদের এই কর্মকাণ্ড সত্যিই প্রশংসার দাবিদার।’
Advertisement
সম্প্রতি চাঁদপুর প্রেস ক্লাবের নেতাদের সঙ্গে রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া পশ্চিমাঞ্চল সৌদি আরবের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতারা প্রবাসী সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট কাউন্সিলের ইউং মুজিবুর রহমান বলেন, ‘সাংবাদিকতার মহান পেশার মাধ্যমে প্রবাসী সাংবাদিকরা, প্রবাসীদের সুখ দুঃখের কথা তুলে ধরার পাশাপাশি দেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।’
সোমবার (৭ মার্চ) জেদ্দার গোল্ডেন হোটেলের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন।
Advertisement
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদ সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) ফখরুল ইসলাম।
উপস্থিত ছিলেন কনসাল মোস্তফা জামিল, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শরীর চৌধুরী, অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা রুমি সাঈদ, সোহরাব হোসেন, সাংবাদিক ও নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সাগর চৌধুরী, সম্পাদক ও প্রকাশ গিয়াস উদ্দিন মিলন, সম্পাদক রহিম বাদশাহ, জী এম শাহীন, মাহবুবুর রহমান সোমন এস এম মুর্শেদ সেলিম, জসিম উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংবাদিক বাহার উদ্দিন বকুল, হানিস সরকার উজ্জ্বল, সৈয়দ আহাম্মদ, মোহাম্মাদ ফিরোজ, মোবারক হোসেন ভূঁইয়া, রঞ্জু আহমেদ, শিপন আল মামুন, কাউছার আব্দুস সালাম ও সাইফুল রাজীব প্রমুখ।
এমআরএম/এমএস
Advertisement