জাতীয়

প্রাথমিক শিক্ষকদের জন্য চালু হচ্ছে ই-পেনশন সেবা

প্রাথমিক শিক্ষকরা যাতে সহজেই তাদের পেনশন পেতে পারেন সেজন্য চালু হচ্ছে ই-পেনশন সেবা। টাঙ্গাইল ও মানিকগঞ্জের সদর উপজেলায় পরীক্ষামূলক কার্যক্রম শেষ হওয়ার পর সারাদেশে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব।

Advertisement

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক সোলেহ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ উদ্যোগকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ভোট প্রদানের জন্য বলা হয়। গত ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট প্রদান শেষ হয়। ভোট প্রদানের প্রক্রিয়াটি প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবপেজে ভিডিও লিংক ও নির্দেশিকা আকারেও দেয়া হয়।

এমএইচএম/এনএফ/জেআইএম

Advertisement