আন্তর্জাতিক

ঘোড়া ছুটিয়ে পরীক্ষা দিতে গেল দশম শ্রেণির ছাত্রী (ভিডিও)

পরীক্ষার সময় সাধারণত অভিভাবকরা তাদের সন্তানকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান। কিন্তু ঘোড়ায় চেপে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে যাচ্ছে এমনটা ভাবা একটু মুশকিল। তবে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ঘোড়ায় চেপে পরীক্ষা দিতে যাচ্ছে দশম শ্রেণির একজন ছাত্রী।

Advertisement

ভারতীয় গণমাধ্যমগুলোতে তাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ঘোড়ায় চেপে পরীক্ষা দিতে যাওয়া ওই ছাত্রীর বাড়ি কেরালা রাজ্যে। ঘোড়ার পিঠে চড়ে সে রাজ্যের থিসুর জেলার একটি স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল। ব্যস্ত সড়কে ঘোড়ায় চেপে পরীক্ষা দিতে যাওয়া সেই ছাত্রী অনেকের নজর কেড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, ওই ছাত্রী ‘নারী শক্তির’ সত্যিকারের উদাহরণ। ভারতের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা ওই ছাত্রীর প্রশংসা করে ভিডিওটি তার ব্যক্তিগত টুইটার অ্যকাউন্টে শেয়ার করেন।

আরও পড়ুন>> রাখাইনে হামলায় মিয়ানমার সেনাবাহিনীর একটি স্কোয়াডের সব সদস্য নিহত

Advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুলের ইউনিফর্ম পরিহিত ওই ছাত্রী রাস্তা দিয়ে ঘোড়া ছুটিয়ে পরীক্ষা দিতে চলেছে। তাকে দেখলে মনে হবে সে একজন চৌকস ঘোড়সওয়ারি। বেশ স্বাভাবিকভাবেই ঘোড়াকে নিয়ন্ত্রণে রেখে তেজদীপ্তভাবে তাকে ছুটতে দেখা যায়।

অনেকে আবার ঘোড়সওয়ারি ওই ছাত্রীটিকে ‘হিরো’ বলে সম্বোধন করছেন। আনন্দ মাহিন্দ্রা ভিডিওটি তার টুইটার অ্যাকাউন্টে শেয়ার করলে অনেকের চোখে পড়ে। ভূয়সী প্রশংসা ছাড়াও দশম শ্রেণির একজন ছাত্রীর ওরকম ঘোড়া চালানোর দক্ষতা দেখে তো সবাই অভিভূত।

মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা ভিডিওটি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘অসাধারণ। নারী শিক্ষা দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই ভিডিও ক্লিপটি বিশ্বব্যাপী ভাইরাল হওয়া (ছড়িয়ে পড়া) উচিত। এটাই অবিশ্বাস্য ভারত।’

This video clip from my #whatsappwonderbox shows how a girl student is going to write her Class X final exam in Thrissur district, Kerala. This story made my Sunday morning brew of @arakucoffeein taste better! After all, ARAKU coffee is about #cupofchange #GirlPower @NanhiKali pic.twitter.com/45zOeFEnwV

Advertisement

— Manoj Kumar (@manoj_naandi) April 7, 2019

এসএ/জেআইএম