আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে একটি বিস্ফোরণের ঘটনায় তিন মার্কিন সেনা এবং এক ঠিকাদার নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনীর তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
Advertisement
সোমবার এক বিবৃতিতে আফগান সামরিক বাহিনী জানিয়েছে, বোমা বিস্ফোরণে তিন সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার বাগরামে মার্কিন ঘাঁটির কাছে মার্কিন সেনাদের গাড়িবহরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই হামলার দায় স্বীকার করেছে তালেবান। একই সঙ্গে ওই হামলাকে আত্মঘাতী গাড়িবোমা হামলা বলেও উল্লেখ করা হয়েছে।
তালেবানের তরফ থেকে বলা হয়েছে, পারওয়ান প্রদেশের বাগরাম ঘাঁটির কাছে তাদের এক হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে হামলা চালিয়েছে। বাগরাম ঘাঁটি আফগাানিস্তনে মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি।
Advertisement
চলতি বছর আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে ভয়াবহ হামলাগুলোর একটি ছিল ওই ঘটনা। এর আগে গত বছরের নভেম্বরে আফগানিস্তানের গাজনি শহরের কাছে রাস্তায় পুতে রাখা বোমায় তিন মার্কিন কর্মকর্তা নিহত হয়।
টিটিএন/এমকেএইচ