চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরেছেন তাসকিন আহমেদ। টুকটাক বোলিংও করছেন। বিশ্বকাপের আগে যেটা টাইগার ভক্ত-সমর্থকদের জন্য আশার আলো। তাসকিন নিজেও চাইছেন, যত দ্রুত সম্ভব ফিট হয়ে উঠতে।
Advertisement
তবে ডানহাতি এই পেসারের ফিটনেস লেভেল ঠিক ছিল না বলেই এবার প্রিমিয়ার লিগে কোনো দল নেয়নি তাকে। তবে প্লেয়ার্স ড্রাফটে নাম ছিল। আর প্লেয়ার্স ড্রাফটে নাম থাকলে পরে যে কোনো সময় নেয়া যায়।
তাসকিন মোটামুটি ফিট হয়ে উঠায় সেই সুযোগটাই নিচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটির একজন উর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে নিশ্চিত করেছেন, চলতি প্রিমিয়ার লিগেই এবার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন তাসকিন।
দলে যেহেতু ঢুকে গেছেন। সামনে যে কোনো ম্যাচে দেখা যেতে পারে দীর্ঘদেহী এই পেসারকে।
Advertisement
বিশ্বকাপের আগে পুরো ফিটনেস ফিরে পেতে ম্যাচ আবহে খেলার বিকল্প নেয়, তাসকিন সেই সুযোগটা কাজে লাগাতে মুখিয়ে রয়েছেন।
এআরবি/এমএমআর/এমএস