অবিলম্বে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি বন্ধের দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক ফেডারেশন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে এক শ্রমিক সমাবেশে এ দাবি জানানো হয়।বক্তারা বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তে স্বল্প আয়ের শ্রমিক ও সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যাবে। বেশিরভাগ মানুষ ভাড়া বাড়িতে থাকে যেখানে বাড়ির মালিকরা এমনিতেই নিয়মনীতির তোয়াক্কা না করে ইচ্ছামত বাড়িভাড়া নির্ধারন করে। গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে মালিকরা আরো বেপরোয়া হয়ে উঠবে।বক্তারা আরো বলেন, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধির ফলে যাতায়াতে শ্রমজীবী মানুষকে অতিরিক্ত ভাড়া গুনতে হবে পাশাপাশি খাদ্য উৎপাদন খরচ বেড়ে যাবে ফলে জনজীবন বিপন্ন হবে।সংগঠনের সভাপতি আ স ম জাকারিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল হক, কেন্দ্রীয় নেতা দেলয়ার হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সদস্য কামরুল হাসান প্রমুখ।আএসএস/এআরএস/এমএস
Advertisement