জাতীয়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে গঠিত জাতীয় বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সভার আয়োজন করা হয়।

Advertisement

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য গত ১৪ ফেব্রুয়ারি দুটি কমিটি গঠন করা হয়। কমিটি দুটি হলো- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় কমিটির সভাপতি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয় স্থাপিত হয়েছে।

সভায় ২০২০ সালের ১৭ মার্চ হতে ২০২১ সাল পর্যন্ত বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, পিআইবির চেয়ারম্যান আবেদ খান প্রমুখ।

এইউএ/এমএসএইচ/জেআইএম