বৃষ্টিভেজা বিকেলে নাস্তা হিসেবে একটু ভাজাভুজি খেতে মন চাইতেই পারে। চপ, পেঁয়াজু, পুরি কিংবা সিংগারা তো খাওয়া হয়ই, আজ শিখে নিন ব্যতিক্রম একটি রেসিপি। চলুন জেনে নেই কীভাবে তৈরি করবেন ডিমের চপ-
Advertisement
আরও পড়ুন: বিফ নাগেটস তৈরির রেসিপি
উপকরণ:৪/৫ টি ডিমআদা বাটাপেঁয়াজ বাটাকাঁচামরিচ বাটাবেসন বা চালের গুড়ালবণঘি বা তেল।
আরও পড়ুন: নাগা বার্গার তৈরির রেসিপি
Advertisement
প্রণালি:১. প্রথমে পাত্রে ডিমগুলো ভেঙে ফেটিয়ে নিন।২. এরপর সব উপকরণ দিয়ে ভালো করে আবার ও ফেটিয়ে নিন।৩. এবার একটি প্যানে পরিমানমতো তেল বা ঘি গরম করে অল্প আচে ডিমের গোলা দিয়ে ভেজে নিন।৪. এরপর যে কোনো সস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
এইচএন/এমএস